Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

খেলাধুলা ও বিনোদন

 এ উপজেলায় বিভিন্ন প্রকার খেলাধুলা যেমন- ফুটবল, ভলিবল, ব্যাডমিন্টন ও ক্রিকেটের টুর্ণামেন্ট হয়ে থাকে। তাছাড়া আন্তঃস্কুল বা আন্তঃকলেজ টুর্ণামেন্টের আয়োজন করা হয়। 

 

এ উপজেলায় প্রতিবছর বিশেষ করে শীতকালে বিভিন্ন কনসার্ট, নাটক, যাত্রা ইত্যাদি হয়ে থাকে। তাছাড়া উপজেলায় বসবাসরত বিভিন্ন উপজাতীয়দের বিভিন্ন অনুষ্ঠানে তারা তাদের নিজস্ব নৃত্য ও সঙ্গীত পরিবেশন করে।

 

ধোবাউড়া উপজেলার কলসিন্দুর উচ্চ বিদ্যালয় ও কলেজ এর মেয়ে শিক্ষার্থীদের ফুটবল খেলায় অংশগ্রহণ উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। এই প্রতিষ্ঠানটি একাধিকবার 'বঙ্গমাতা ফজিলাতুন্নেছা গোল্ডকাপ'-এর জাতীয় পর্যায়ে বিজয়ী হয়। এই স্কুলের একাধিক শিক্ষার্থী বাংলাদেশ জাতীয় মহিলা ফুটবল দলের সদস্য।