ধোবাউড়া উপজেলার ভূ-প্রকৃতি ও ভৌগলিক অবস্থান এই উপজেলার মানুষের ভাষা ও সংস্কৃতি গঠনে ভূমিকা রেখেছে। এখানে ভাষার মূল বৈশিষ্ট্য বাংলাদেশের অন্যান্য উপজেলার মত হলেও অনেকটা বৈচিত্র্য খুঁজে পাওয়া যায়। এ উপজেলা প্রধানত বাংলা ভাষাভাষী হলেও এলাকার বসবাসকৃত উপজাতি (হাজং, গারো) দের রয়েছে স্বতন্ত্র ও নিজস্ব সংস্কৃতি, ভাষা ও ঐতিহ্য। গারো উপজাতিরা মান্দী ভাষায় কথা বলে এবং এই ভাষার কোনা বর্ণমালা নেই। গারোরা মাতৃতান্ত্রিক, ওয়ানগালা গারোদের একটি ঐতিহ্যবাহী নবান্ন উৎসব। গারো উপজাতিরা থামী নামক এক ধরনের পোশাক পরিধান করে এবং তারা শুকর পালে ও শুকরের মাংস খায়। এছাড়াও হাজং, বানাই উপজাতি এখানে বসবাস করে তাদের নিজস্ব ভাষা ও সংস্কৃতি রয়েছে কিন্তু কোন বর্ণমালা নেই।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস